প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া আজ বলেছেন, ট্যানারি শিল্প যাতে পরিবেশ দূষিত করতে না পারে, সেজন্য সরকার বিভিন্ন ব্যবস্থা নিয়েছে।
সাভারের হরিধারার বিসিক শিল্প এলাকায় ট্যানারি শিল্প ইউনিট পরিদর্শন শেষে তিনি বলেন, ট্যানারি শিল্প যেমন পরিবেশকে দূষিত করে, তাতে সরকার এমনভাবে পদক্ষেপ নিয়েছে- যাতে পরিবেশ ও এই শিল্পকে বাঁচানো যায়। ট্যানারি শিল্প হরিধারা এলাকা ও ধলেশ্বরী নদীকে দূষিত করছে উল্লেখ করে তিনি বলেন, সরকার ইতোমধ্যে এ ধরনের দূষণ থেকে রক্ষার জন্য পদক্ষেপ নিয়েছে।
পরে তিনি সেখানে এক আলোচনায় অংশ নেন এবং একটি চারা রোপণ করেন। সাভারের ভাকুর্তায় মোগরাকান্দা এলাকায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেওয়া বাড়িগুলোও পরিদর্শন করেন তিনি।বাসস