ঠাকুরগাঁওয়ের জুলাই গণঅভ্যুত্থানে বর্ষপূর্তিতে বিএনপির বর্ণাঢ্য বিজয় মিছিল
জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে বিজয় মিছিল ও র্যালি করেছে জেলা বিএনপি। বুধবার (০৬ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় জেলা কার্যালয় হতে মিছিলটি বের হয়ে শহরের পুরাতন বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনে নেতৃত্বে বিজয় র্যালি ও মিছিলে উপজেলা ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা অংশ নেন।
মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন জেলা যুবদলের সদস্য সচিব মো: জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ কায়েস প্রমুখ ,
বক্তরা বলেন, ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার আন্দোলনে আমরা আজ তাদের জুলুম নির্যাতনের হাত হতে মুক্ত হয়েছি। বাংলাদেশ ভবিষ্যতে আর কোন ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেবে না জনগণ। আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধ বৈষম্য মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হয়। প্রধান উপদেষ্টা যে নির্বাচনের সম্ভাব্য তারিখ বলেছেন সেই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, সাধারণ জনগণ জাতীয়তাবাদ শক্তি কে ভোটের মাধ্যমে আবারও শক্তিশালী করবে।