ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় ২ শ’ বোতল ফেনসিডিল উদ্ধার, ব্যবসায়ীদেরকে ধরতে পারেনি বিজিবি।
আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত থেকে ২ শত বোতল ভারতের তৈরি ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় টহলরত বিজিবি সদস্যরা কোনও মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেননি। মশালগাঁও বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবাদার মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিজিবিসূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে (৪ জুলাই) উপজেলার মশালগাঁও বিওপি সীমান্তের মেইন পিলার ৩৪৮/৯ এস থেকে প্রায় ৩’শ গজ দুরে বাংলাদেশের অভ্যন্তরে হাজিপাড়া নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ২ শ’ বোতল ভারতীয় ফেনসিডিলের চালানটি উদ্ধার করা হয়। ঘটনার সময় মশালগাও সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যরা ভারত থেকে তিনজন ব্যক্তিকে দুটি ব্যাগসহ বাংলাদেশের দিকে আসতে দেখেন।
এসময় বিজিবি সদস্যদের দেখতে পেয়ে ওই ব্যক্তিরা ব্যাগদুটি রেখে পালিয়ে যায়। টহলরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ব্যাগগুলো তল্লাশি করে ২০০(দু’শ) বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন। মশালগাঁও বিজিবি কমান্ডার আরও জানান, সীমান্তে বিজিবি সদস্যরা মাদক ও চোরাচালান রোধে সবসময় তৎপর আছে। মাদক পাচারকারীসহ যেকোনও প্রকার চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।