আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের আটঘরিয়া গ্রামে ইতিপূর্বে জমি দখলকে নিয়ে সহিংসতা ও অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ টি পরিবারের মাঝে ৪৪ বান্ডিল ঢিউটিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার,১৩ মে বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানার নিদেশনায় হরিপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রান মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ৪৪ বান্ডিল ঢেউটিন ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার (অতি:দায়িত্ব) শাফিউল মাজলুবিন রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মফিজুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুসালেহ চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, জামায়াতের প্রতিনিধি কামরুজ্জামান প্রমুখ।
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল জমি নিয়ে বিরোধের জেরে উপজেলার আটঘরিয়া গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘরবাড়ি লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ওই গ্রামের অনেকেই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন।