আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতে কাজ করতে যাওয়া ১০ বাংলাদেশি শ্রমিককে বৃহস্পতিবার ৮ মে সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটক করেছে। সীমান্তবর্তী হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসা বিওপি’র ৩৪৭/৬ নং পিলারের কাছে তাদের আটক করা হয়। হরিপুর থানার ওসি( তদন্ত )শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আটককৃতরা শ্রমিকরা হলেন- দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বেলবাস গ্রামের প্রকিত চন্দ্র রায়ের ছেলে নয়ন চন্দ্র রায় (২৪), বিরল উপজেলার ফুলবাড়িহাট আটগজোরিয়া এলাকার মোজাম্মেল হকের ছেলে সালমান (৪১), বোচাগঞ্জ উপজেলার রামনগর এলাকার মৃত সেদেম চন্দ্র রায়ের ছেলে পরিবেশ চন্দ্র রায় (২২), বিরল উপজেলার সারসংদিয়া এলাকার মৃত মসলিম উদ্দিনের ছেলে তমিজ উদ্দিন (৫০), সেতাবগঞ্জ উপজেলার নাড়ইল এলাকার হাবিল উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২৬), বিরল উপজেলার মানিকপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে সোহেল (৩২), বোচাগঞ্জ উপজেলার তেতরা গ্রামের মেহেরাব আলীর ছেলে মুসলিম আলী (৩০), একই উপজেলার হাটমাধবপুর এলাকার মৃত নীল কমল সরকারের ছেলে স্বপন চন্দ্র সরকার (২০), সেতাবগঞ্জ উপজেলার ভাবির মোড় এলাকার আবেদ আলীর ছেলে আফজাল হোসেন(২৫) ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার রমানাথপুরের বিষেনের ছেলে সন্তোষ (২৭)।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, প্রায় ৭ বছর আগে ওই দশ ব্যক্তি দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে কাজের সন্ধানে ভারতে যায়। ভারত থেকে ঘটনার দিন ফিরে আসার সময় বাংলাদেশের চাপসা বিওপি সীমান্তে বিজিবি তাদের আটক করে। হরিপুর ওসি(তদন্ত) আরও জানান, ওই ব্যক্তিরা অবৈধভাবে ভারত-বাংলাদেশে যাতায়াত করায় তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।