রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।।
আগামি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান(মাস্টার)কে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার ৯ ফেব্রুয়ারি বিকেলে রাণীশংকৈল পৌর শহরের জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় ইলেকশন কমিশনের সিদ্ধান্তে তাঁকে ঠাকুরগাঁও- আসনের প্রার্থী হিসেবে মনোনীত ও ঘোষণা করা হয়।
সূত্রমতে, ঠাকুরগাঁও-৩ আসনের মনোনীত প্রার্থী মিজানুর রহমান (মাষ্টার) এর নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম। এ সময় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক, মাহবুবুর রহমান বেলাল, কেদ্রীয় মজলিসে সূরা সদস্য মাওলানা আব্দুল হাকিম, জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান সহ পীরগঞ্জ-রানীশংকৈল উপজেলার আমীরগণ উপস্থিত ছিলেন।
মনোনীত প্রার্থী মিজানুর রহমান (মাষ্টার) বলেন, আমাকে ঠাকুরগাঁও-৩ আসনে প্রার্থী মনোনীত করে সংগঠন যে দায়িত্ব দিয়েছে তা আমি আমানতদারিতার সঙ্গে পালন করব ইনশাআল্লাহ । ইতিপূর্বে আমি জনগণের ভালোবাসায় রানীশংকৈল উপজেলা পরিষদের টানা দুই বার ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। প্রথম বার আমি বাংলাদেশের শ্রেষ্ঠ ভাইস চেয়ারম্যান হিসেবে সম্মাননা লাভ করি। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে মানুষের সেবায় নিয়োজিত থাকব। এলাকার উন্নয়নের জন্য যা প্রয়োজন সেই কাজ করে যাবো। মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করে সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করব।
এদিকে, ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসনে জামায়াতের ইসলামী মনোনীত প্রার্থী মিজানুর রহমান মাস্টারের নাম ঘোষণা করায় দলের তৃণমূল নেতাকর্মীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনেকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থীর ছবি পোস্ট করে প্রার্থীকে অভিনন্দন জানাচ্ছেন।