ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান।
আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমানের নাম ঘোষণা করেন।
ঠাকুরগাঁও-৩ আসন (পীরগঞ্জ-রাণীশংকৈল উপজেলা) থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এদিকে, সন্ধ্যায় তার মনোনয়ন ঘোষণার পর পরই তিনি তার ফেরিফাইড ফেসবুকে ঠাকুরগাঁও-৩ আসনের দলীয় মনোনয়ন ঘোষণা দেওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ নিয়ে কোথাও আনন্দ মিছিল,ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ না করার জন্য তিনি সমর্থকদের প্রতি অনুরোধ করেন। তিনি বলেন,এখন আমাদের লক্ষ্য হলো—ধানের শীষের বিজয় নিশ্চিত করা এবং জনগণের সরকার প্রতিষ্ঠার পথকে সুদৃঢ় করা।




















