অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পৃথিবীতে এমন কোনো দেশ পাওয়া যাবে না, যেখানে ডলারের দাম বাড়েনি। ডলারের দাম সব জায়গায় বেড়েছে, সবাই সেটি নিয়ে ভুগছেন। যারা যুদ্ধ করছেন তারাও ভুগছেন, যারা যুদ্ধ বাড়াচ্ছেন তারাও এর বাইরে না।
বুধবার (১০ আগস্ট) বিকেলে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এটা নিয়ে কাজ করা হয়েছে। কাজ করেই দাম বাড়ানো হয়েছে। দাম কেন বাড়ল, সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে। এর বাইরে আমি কিছু বলব না। গরিব মানুষের জন্য অবশ্যই কাজ করব। যারা এটার সাথে সম্পৃক্ত প্রধানমন্ত্রী সবাইকে নিয়েই বসবেন।
তিনি বলেন, তেলের দাম বৃদ্ধি পেলে সবকিছুর দামই বৃদ্ধি পায়, এটা স্বাভাবিক। এতে মানুষ দুঃসময়ে পড়ে গেছে। গরিব মানুষের জন্য সরকার কাজ করছে। সরকার সবার জন্যই, কিন্তু গরিব মানুষের জন্য প্রণোদনাসহ বেশ কিছু উদ্যোগ রয়েছে। জনগণকে সহযোগিতা করা এবং তাদের ভালোভাবে রাখা সরকারের দায়িত্ব। সেই কাজটি সরকার করে যাচ্ছে এবং করে যাবে, দুঃসময় কেটে যাবে বলে আশা করি।