তিনি বলেন, ফলাফল এর মধ্যে সবাই জেনে গেছেন। এখন আনুষ্ঠানিক ফল ঘোষণার পালা।
দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ছাত্রসংসদ প্রতিনিধি নির্বাচনে ভোট দিয়েছেন শিক্ষার্থীরা।
এবার কেন্দ্রীয় ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। এছাড়াও হল সংসদ গুলোতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আরও অনেকে। নির্বাচনে মোট ভোটার ছিল ৩৯ হাজা ৮৭৪ জন। কেন্দ্রগুলোতে গড়ে ভোট পড়েছে ৭৮ দশমিক ৩৩ শতাংশ।