শফিকুল ইসলাম সোহেল
শরীয়তপুর প্রতিনিধি।
পবিত্র রমজান মাস উপলক্ষে দেশব্যাপী নিম্নআয়ের ১ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড এর মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির চিনি,ডাল ও তেল বিক্রির কার্যক্রমের অংশহিসেবে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় চলছে টিসিবির পণ্য বিক্রি।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) ডামুড্যা উপজেলার ডামুড্যা পৌরসভা ও ধানকাঠি ইউনিয়নে টিসিবির চিনি,ডাল ও তেল ছোলা বিক্রির কার্যক্রম চলে সরেজমিন ঘুরে দেখা যায় উপকারভোগীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রতিটি পরিবার ৫৬০ টাকার বিনিময় দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মুসুর ডাল, দুই কেজি চিনি,দুই কেজি ছোলা কিনতে পারছেন।
টিসিবির পণ্য বিক্রির তদারকি করছেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান আহমেদ। এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল,
ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ লিটন মুন্সি ও বিআরডিবি কর্মকর্তা তপন চন্দ্র বাড়ৈ, ডামুড্যা পৌরসভার সচিব রাকিবুল হাসান জুয়েল , ধানকাটি ইউপি চেয়ারম্যান গোলাম মাওলা রতন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ স্থানীয়রা।
ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান আহমেদ জানান ডামুড্যা উপজেলায় টিসিবির পণ্য বিক্রির এ কর্মসূচির আওতায় উপকারভোগী হিসেবে ৫৬৮১ জন নিম্ন ও মাধ্যম আয়ের মানুষ এ সুবিধা গ্রহণ করছেন।