শফিকুল ইসলাম সোহেল
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের ডামুড্যা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
উপজেলা পরিষদের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, ডামুড্যা থানা পুলিশ, বিভিন্ন স্কুল কলেজ এনজিও সহ সর্বস্তরের জনসাধারণ।
ডামুড্যা উপজেলা নির্বাহি কর্মকর্তা নাহিয়ান আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত শরীয়তপুর -৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি, ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্ছু ছৈয়াল, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, ডামুড্যা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ , সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশার আবু বেপারি, ডামুড্যা উপজেলা কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বাচ্ছু মাদবর, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার, আবুল মোল্যা,রতন,ডামুড্যা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল মাদবর, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক নান্নু মৃধা , এছাড়া বিভিন্ন কলেজ, মাদ্রাসা, স্কুলের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীরাসহ উপজেলার সকল বিভাগের বিভাগীয় কর্মকর্তাগন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বর্ণাঢ্য কর্মসূচীর মধ্যে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি, দিনের প্রথম প্রহরে উপজেলা পরিষদের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ,আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন,বর্ণাঢ্য শোভাযাত্রা, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রর্দশন, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার বর্গের সংবর্ধনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং সূবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন” শহীদদের আত্বার মাগফিরাত কামনায় প্রার্থনা, হাসপাতাল ও এতিম খানায় উন্নত মানের খাদ্য প্রদান, মহিলাদের ক্রীড়া প্রতিযোগীতা,প্রতি ফুটবল প্রতিযোগীতা, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রর্দশনী,পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।