শফিকুল ইসলাম সোহেল , শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর ডামুড্যা উপজেলার পূর্বডামুড্যা ইউনিয়নের চরভয়রা গ্রামে অবস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত বাসিন্দাদের কবুতর ও কবুতরের পালনের ঘর বিতরণ করেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান । রবিবার বেলা ১ টার সময় উক্ত আশ্রয়ন প্রকল্পে উপস্থিত হয়ে বাসিন্দাদের কবুতর প্রদান করেন। আশ্রয়ন প্রকল্পে বসবাসরত বাসিন্দাদের জীবনমান উন্নীত করার লক্ষ্যে, কর্মসংস্থানের জন্য প্রত্যেকটি পরিবারকে দুইজোড়া করে কবুতর ও কবুতরের ঘর প্রদান করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত বাসিন্দাদের সার্বিক খোজ খবর নেন এবং তাদের সমস্যার কথা শোনেন। পাশাপাশি আশ্রয়ণ প্রকল্পের ভেতরের ফাকা জায়গাগুলোতে অধিক পরিমান শাক-সবজি চাষাবাদ করার জন্য সেখানকার বাসিন্দাদের উদ্বুদ্ধ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার , পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার সহ বিভিন্ন কর্মকর্তা বৃন্দ অন্যান্যরা।