শফিকুল ইসলাম সোহেল
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের ডামুড্যা উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ ২০২২ জাতীয় দিবস। সকাল ৮.৩০ মিনিটে উপজেলা কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। সন্ধ্যা টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরুস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান আহমেদ ‘র সভাপতিত্বে বিশেষ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন,ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্ছু ছৈয়াল, ডামুড্যা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ । এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শেখ আজিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা ওবায়দুর রহমান , পিআইও অফিসার রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার গিয়াস উদ্দিন , প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন ,দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শহিদুল ইসলাম, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল , ডামুড্যা সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ,আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন সহ বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। ৭ ই মার্চ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চিত্রাঙ্গন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।ডামুড্যা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান অনুষ্ঠানে সঞ্চালনা করেন।