Saturday , 20 April 2024
শিরোনাম

ডামুড্যায় বঙ্গমাতারশেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিনে আলোচনা, দোয়া ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত

শফিকুল ইসলাম সোহেল ,শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের ডামুড্যায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

সোমবার (০৮ আগস্ট) সকালে ডামুড্যা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা ডামুড্যা উপজেলা শাখার সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা

সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা
মুজিবের জীবনী নিয়ে স্মৃতিচারন, আলোচনা
বক্তব্য রাখেন উপজেলা পরিষদেরচেয়ারম্যান মো. আলমগীর হোসেন , মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী , ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পঃ পঃ কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার,ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ ,মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান,কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমান,উপজেলা ইঞ্জিনিয়ার আবু নাইম নাবিল,পিআইও মোঃ রেজাউল করিম, আইসিটি কর্মকর্তা লিটন মুন্সি, মৎস্য কর্মকর্তা মাহাবুব আলম, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শহিদুল ইসলাম, শিক্ষা অফিসার এসএম গিয়াস উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন দফতরের প্রধান, গণমাধ্যমকর্মী, নারী উপকারভোগীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

আলোচনা শেষে উপজেলা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে স্থানীয় দুস্থ, অসহায় ৬ জন প্রশিক্ষিত নারীকে ৬টি সেলাই মেশিন বিতরনকরা হয়। এছাড়াও শহীদের রুহের মাগফেরাত কামনাকরে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।

 

অন্যদিকে,উপজেলা প্রশাসনের আয়োজনে এক হাজার বৃক্ষরোপণ ও তথ্য আপা পরিবারের পক্ষ থেকে উপজেলা অডিটোরিয়ামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Check Also

ওমরাহ থেকে ফেরার সময় নির্ধারণ করে দিল সৌদি আরব

হজ শুরুর আগে যারা ওমরাহ পালন করতে গিয়েছেন তাদের ফিরে যাওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x