শফিকুল ইসলাম সোহেল
শরীয়তপুর প্রতিনিধি
”শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ডামুড্যার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে এসে শেষ হয়।
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানে ডামুড্যা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান আহমেদ এর সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়দুর রহমান, ডামুড্যা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কোহিনূর আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন , দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুধীজন, শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, সাংবাদিকবৃন্দ, উপজেলার এনজিও এবং সেচ্ছাসেবী মহিলা সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।