শফিকুল ইসলাম সোহেল ,শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের ডামুড্যায় উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১২ জানুয়ারী বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে সমাজ সেবা অফিস আয়োজিত দিনব্যাপী সেমিনারে সমাজসেবা কর্মকর্তা ওবায়েদুর রহমান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল , মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী,ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পঃ পঃ কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন,প্রাণি সম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার, সমবায় কর্মকর্তা মোঃ রাশেদ আলম,কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্ছু মাদবর, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার, সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লু রহমান, ধানকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা রতন দারুলআমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিন্টু সিকদার সহপ্রমূখ ।
উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান তার বক্তব্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন সফলতা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও মহানুভবতার কারনে দেশে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতাভোগীরা এখন সহজেই এই কর্মসূচীর সুফল পাচ্ছেন। আগামীতেও ভাতাভোগীদের তালিকায় আনতে তিনি স্থানীয় জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করেন।