Saturday , 20 April 2024
শিরোনাম

ডুমুরিয়ায় ১৬ দলীয় চেয়ারম্যানকাপ ফুটবল টুর্নামেন্টে ডুমুরিয়া ইউপি’র জয়

আব্দুর রশিদ, খুলনা :
খুলনার ডুমুরিয়ার শোভনা ইউনিয়ন পরিষদ কতৃক আয়োজিত ১৬ দলীয় চেয়ারম্যানকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) বিকাল ৩ টায় শোভনা গাবতলা ঐক্যতান যুব সংঘ মাঠে আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেণ্ট ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন ডুমুরিয়া সদর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম ধামালিয়া ইউনিয়ন ফুটবল একাদশ । খেলায় উভয় দল টান টান উত্তেজনা পূর্বক খেলায় উভয় শূন্য গেলে নির্ধারিত সময়ের খেলা শেষ।
পরে ট্রাইব্রেকারের মাধ্যমে ডুমুরিয়া সদর ইউনিয়ন ফুটবল একাদশ ১১-১০ গোলে ধামালিয়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন লাভ করে । খেলায় রানার্সআপ নির্বাচিত হয় ধামালিয়া ইউনিয়ন ফুটবল একাদশ । ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন মেঃ ইরান, ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট মেহেদী এবং সেরা দর্শক নির্বাচিত হন জমির উদ্দিন সরকার। খেলা পরিচালনা করেন শেখ কামাল আহমেদ, সহকারী হিসাবে ছিলেন মোশারফ হোসেন ও পারভেজ।
খেলা শেষে আয়োজক কমিটির সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্যের সভাপতিত্বে ও শেখ জিল্লুর রহমানের সঞ্চালনায় পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।
আরো বক্তৃতা করেন অফিসার থানা ইনচার্জ সেখ কনি মিয়া, ভাইস-চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, শারমীনা পারভীন রুমা, জেলা পরিষদ সদস্য হাসনা হেনা, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ, ডাঃ দীন মহম্মদ খোকা, চেয়ারম্যান বিএম জহুরুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন জামিল আকতার লেলিন, ইউপি সদস্য খান হাবিবুর রহমান, মিলন কান্তি মল্লিক, আমজাদ হোসেন দাদাভাই, শেখ হাবিবুর রহমান, খান আঃ রাজ্জাক, ন‌ওশের বাগাতি, শিবপদ গোলদার, অশোক কুমার সরকার, ইউপি সদস্য শেখ আব্দুর রশিদ, হাফিজুর বাগাতি, শেখর মল্লিক, দেবব্রত সরদার, কামরুজ্জামান টিপু, খান দেলোয়ার হোসেন, আসাদুজ্জামান আসাদ, নার্গিস খাতুন, ফিরোজা বেগম, ললিতা সরদার, শুভংকর রায়, আশীষ কুমার পাল প্রমূখ। আলোচনা শেষে প্রধান অথিতি নারায়ণ চন্দ্র চন্দ (এমপি) চ্যাম্পিয়ন বিজয়ী দলকে নগদ ১লাখ ৫০ হাজার টাকা এবং রানার্স আপ দলকে ১লাখ টাকাসহ ট্রফি তুলে দেন। উক্ত খেলাটি দেখতে ৫০ হাজারের অধিক ক্রীড়া প্রেমিক দর্শক খেলা উপভোগ করেন।

Check Also

ওমরাহ থেকে ফেরার সময় নির্ধারণ করে দিল সৌদি আরব

হজ শুরুর আগে যারা ওমরাহ পালন করতে গিয়েছেন তাদের ফিরে যাওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x