ডেঙ্গুতে প্রতিদিন ই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি আগস্টের প্রথম ১৮ দিনে ডেঙ্গুতে প্রাণ গেল ২১৫ জনের। আর বছরের হিসাবে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৬৬ জনে।
এর আগে গত জুলাইয়ে ২০৪ জনের মৃত্যু হয়েছিল।
চলতি বছরের আগে দেশের ইতিহাসে ২০১৯ সালে ডেঙ্গুর অবস্থা ভয়ানক ছিল। সে বছর দেশের ৬৪ জেলায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১৭৯ জনের। হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখের বেশি মানুষ।
চলতি মাসের ১৮ দিনে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ৪৬ হাজার ২৮ জনকে। এর আগে গতকাল শুক্রবার হাসপাতালে রোগী ভর্তির হিসাব ছাড়িয়ে গিয়েছিল জুলাইয়ের পুরো মাসকে। এত রোগী এ বছর আর কোনো মাসে দেখা যায়নি।
গত ২৪ ঘণ্টায় এক হাজার ৯৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ হাজার ৮৬০ জনে।
আজ শনিবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ বছর ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। জুন মাসে যেখানে পাঁচ হাজার ৯৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, জুলাই মাসে তা বেড়ে দাঁড়ায় ৪৩ হাজার ৮৫৪ জনে। আর আগস্টের ১৯ দিনেই তা বেড়ে এক লাখের কাছাকাছি পৌঁছেছে।