ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ড্রোনের মাধ্যমে গ্রাহকের কাছে পণ্য ডেলিভারি দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শহরে ড্রোন ডেলিভারি শুরু করবে কোম্পানিটি। সম্প্রতি এ পরিকল্পনার কথা জানিয়েছে অ্যামাজন।
এক পোস্টে অ্যামাজন জানায়, প্রাইম এয়ার ড্রোনের মাধ্যমে ফ্রি ডেলিভারির জন্য ক্যালিফোর্নিয়ার লকফোর্ডের গ্রাহকরা সাইন আপ করতে পারবেন। বাতাসে নষ্ট হয়ে যায় না, এমন পণ্য প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করার পর সেটি মোড়কজাত করে ড্রোনের মাধ্যমে গ্রাহকের ঠিকানায় পৌঁছে দেয়া হবে। এক্ষেত্রে নিরাপদ উচ্চতায় পণ্য পরিবহন করা হবে বলেও জানানো হয়।
অ্যামাজনের এক মুখপাত্র এএফপিকে জানান, এসব ড্রোন ২ দশমিক ২ কেজি পর্যন্ত ভার বহন করতে পারবে। এর মাধ্যমে গৃহস্থালির পণ্য, প্রসাধনী, টেক গিয়ারস ও অফিস সাপ্লাই ডেলিভারির অনুমতি দেয়া হবে। অ্যামাজন জানায়, কোম্পানিটি আকাশযান, মানুষ, পাখি ও অন্যান্য প্রতিবন্ধকতা চিহ্নিত করতে এবং এড়িয়ে চলতে ড্রোনের জন্য অত্যাধুনিক সিস্টেম তৈরি করেছে।-বনিকবার্তা