পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন এনডিসি সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জোনিপপ) এর চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।
তাকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়ে রোববার (৭ জুলাই ২০২৪) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। ড. শাহনাজ আরেফিন ২০২১ সালের অক্টোবরে সচিব হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে যোগদান করেন । এর আগে তিনি মনত্রীপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব ছিলেন।
এক অভিনন্দন বার্তায় জানিপপ এর চেয়ারম্যান প্রফেসর নাজমুল আহসান কলিমউল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ড. শাহনাজ আরেফিনের কর্মজীবনে সাফল্য কামনা করেন। আগামী দিনে তাঁর মেধা ও অভিজ্ঞতা বঙ্গবন্ধুর সমৃদ্ধ দেশ ও জাতি গড়ার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।
উল্লেখ্য, ড. শাহনাজ আরেফিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক, স্রাতকোত্তর ও এমফিল ডিগ্রী অর্জন করেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয় থেকে এমপিএ ও ২০১৩ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিম্বী অর্জন করেন। এছাড়া ২০১৮ সালে ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি ডিশ্রী অর্জন করেন।