রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি।
ক্ষমতাসীন দল আওয়ামীলীগের ২২তম জাতীয় সম্মেলন ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বাংলাদেশ আ.লীগের পুনরায় সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক রাঙ্গুনিয়ার কৃতি সন্তান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি নির্বাচিত হয়।
শনিবার(২৩ডিসেম্বর) বিকালে রাঙ্গুনিয়ার সাংসদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি বাংলাদেশ আ.লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় উপজেলার শিলক বাজারে তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা।
মিছিলে অংশ নিয়েছে শিলক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসেম মাস্টার বিএসসি, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, আব্দুল হান্নান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ওসমান তালুকদার, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক প্রণব কুমার দে, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ তালুকদার, সহ-সভাপতি মো.জুয়েল,সাংগঠনিক সম্পাদক আয়ুবুল ইসলাম হিমু,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল মোস্তফা, শিলক ইউনিয়ন ছাত্রলীগের তৌহিদুল আজিজ মানিক সহ নেতৃবৃন্দরা।
মিছিল শেষে নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে মিস্টি বিতরণ করা হয়।