চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতার পর সেরা রাঁধুনী ১৪২৯-এর বিজয়ী হয়েছেন ঢাকার আইরিশ আতিয়ার। প্রথম রানারআপ ঢাকার সাদিয়া কামাল ঊর্মি এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন রাজশাহীর ফেরদৌস আরা টুইন।
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ আয়োজিত সেরা রাঁধুনীর এটি ছিল সপ্তম আসর। ‘রান্নার জগতে হয়ে উঠুন উজ্জ্বল তারকা’ এই স্লোগান নিয়ে এবারের আসরের যাত্রা শুরু হয় ২০ সেপ্টেম্বর, ২০২২ থেকে। বিভাগীয় রাউন্ডের অডিশনের মাধ্যমে সারা দেশ থেকে ৪০ জন নির্বাচন করার পর শুরু হয় গ্র্যান্ড অডিশন। সেখান থেকে সেরা ২০ জনকে নিয়ে শুরু হয় মহামঞ্চ বা স্টুডিও রাউন্ড।
রাজধানীর বনানীর শেরাটন ঢাকা হোটেলে আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে স্বাগত বক্তব্য দেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। তিনি তার বক্তব্যে বাংলার খাবার দিয়ে সারা বিশ্বের মানুষের মন জয় করবেন সেরা রাঁধুনীরা এমন প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেরা রাঁধুনীর বিগত আসরগুলোর শীর্ষ প্রতিযোগী, দেশবরেণ্য রন্ধনবিশেষজ্ঞ, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং স্কয়ারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।