রাজধানী ঢাকার গুলশানের একটি অভিজাত এলাকার বাড়ীর সামনে “এই বাড়ীতে শীতের কম্বল বিনামূল্যে দেওয়া হয়” লেখা একটি ব্যানার দেখা যায় গতকাল রাতে। এরপর থেকেই কম্বলের জন্য ভীড় করছে অসংখ্য শীতার্ত মানুষ। বিশেষ করে বিভিন্ন শ্রমজীবী মানুষেরা এই বাড়ীতে গিয়ে নির্দ্বিধায় শীতের কম্বল সংগ্রহ করছে। আমেনা বেগম নামে একজন মহিলা বলেন, “গত কয়েকদিন ধরে শীতের কারণে বাচ্চাকাচ্চা নিয়ে অনেক কষ্টে ছিলাম। এখান থেকে কম্বল সংগ্রহ করেছি। আল্লাহ এই বাড়ীর মানুষগুলোকে আরো দান করার তৌফিক দিক।”
এ বিষয়ে বাড়ীর মালিক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা এ নিয়ে কোন কথা বলতে রাজী হন নি। তবে আশেপাশে খোঁজ নিয়ে জানা যায়, সেই বাড়ীটির মালিকরা প্রায়সময় মানুষদের সহযোগিতা করে। এভাবে দেশের বিভিন্ন স্থানে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে ছিন্নমূল মানুষের কষ্ট অনেকটা লাঘব হবে।