স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামরাই ও ধামরাই পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১১ এপ্রিল) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামরাই ও ধামরাই পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে দক্ষিন কেলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর ধামরাই থানা আমির মাওলানা মো. আব্দুল হালিমের সভাপতিত্বে ও ধামরাই পৌর আমির মাওলানা মো. শামসুল আলমের সঞ্চালনায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা মো. দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমির, জামায়াতে ইসলামীর মনোনীত ঢাকা -২০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী জননেতা আলহাজ্ব কাজী মাওলানা মো. আব্দুর রউফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা শাহাদাত হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা জামায়াতের আমির বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্হা ও রাস্ট্র কায়েমে জামায়াতে ইসলামীর সকল নেতাকর্মী ও সমর্থকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে। জনগনের সাথে চলমান গণদাওয়াতী পক্ষের দাওয়াত পৌঁছে দেয়াসহ দেশের জনগণকে দলমত নির্বিশেষে সকল মানুষের কাছে জামায়াতে ইসলামীর উদ্যোগে দেশ গঠনের সমস্ত কার্যক্রমের বিষয়ে তুলে ধরে জামায়াতে ইসলামীর ছায়াতলে সম্পৃক্ত করে একটি বৈষম্যহীন রাস্ট্র গঠনের আহবান জানান তিনি। জামায়াতে ইসলামীর সকল নেতাকর্মীদের আত্বার মাগফেরাত কামনা করে ৩৬ জুলাইয়ের ছাত্র জনতার গনঅভ্যুত্থানে সকল শহীদদের শহীদ হিসেবে কবুল করার দোয়া কামনা করে তাদের আত্মার মাগফিরাত কামনা সহ আহতদের সুস্থতা কামনা ও দেশের মানুষকে এক্যবদ্ধভাবে দেশের পক্ষে কাজ করার আহবানও জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা জামায়াতে ইসলামীর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যক্ষ লুৎফর রহমান মোল্লা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধামরাই থানা ও ধামরাই পৌর জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল সহ স্থানীয় বিশিষ্টজন।