রাজধানী ঢাকার প্রবেশ পথে বিএনপির অবস্থান কর্মসূচির ঘোষণার জবাবে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী যুবলীগ। ঢাকার বিভিন্ন প্রবেশমুখে টানা সাত ঘণ্টা শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে সরকারের এই সহযোগী সংগঠন।
শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা মহানগরের প্রবেশপথে সমাবেশ করবে আওয়ামী লীগের এই সহযোগী সংগঠন। বিষয়টি নিশ্চিত করেছেন যুবলীগের উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা।
তিনি জানান, দেশব্যাপী বিএনপি-জামায়াতের হত্যা, গুম, ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকির প্রতিবাদের শান্তি সমাবেশের ডাক দিয়েছে সংগঠনটি। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে যুবলীগের শান্তি সমাবেশের দায়িত্ব বণ্টন করা হয়েছে বিভিন্ন ইউনিটকে।
এরমধ্যে গাজীপুর জেলা ও গাজীপুর মহানগর যুবলীগ শান্তি সমাবেশ করবে টঙ্গী ব্রিজ এলাকায়।
ধামরাই, সাভার ও আশুলিয়া উপজেলা যুবলীগকে দায়িত্ব দেয়া হয়েছে আমিনবাজারে।
বাবুবাজার এলাকায় শান্তি সমাবেশ করবে দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ উপজেলা যুবলীগ।
নারায়ণগঞ্জ জেলা ও নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ শান্তি সমাবেশ করবে সাইনবোর্ড এলাকায়।
কাঁচপুর ব্রিজ এলাকায় দায়িত্ব পেয়েছে রূপগঞ্জ ও সোনারগাঁও উপজেলা যুবলীগ।
এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ শনির আখড়া ও ধোলাইপাড় এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগ শান্তি সমাবেশ করবে আব্দুল্লাহপুর ও গাবতলী এলাকায়।