ঢাকা কলেজে বাংলা নববর্ষ-১৪২৯ বঙ্গাব্দ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল ) সকাল ১১ টায় কলেজের প্রশাসনিক ভবনে শুরু হয়। অধ্যক্ষের বাসভবন ঘুরে শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। সবশেষ মুক্ত মঞ্চে এসে শেষ হয়।
শোভাযাত্রাটি উদ্বোধন করেন ঢাকা কলেজ অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) অধ্যাপক এ. টি. এম. মইনুল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার। এছাড়াও ঢাকা কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কলেজের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মঙ্গল শোভাযাত্রায় ব্যানার নিয়ে প্রদক্ষিণ করা হয়। এসময় মাথায় মুকুট পড়ে শিক্ষক-শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেয়।
অসাম্প্রদায়িক চেতনার প্রাণের উৎসব বর্ষবরণ। বাংলা বর্ষবরণে বাঙালির নানা আয়োজনের মধ্যে মঙ্গল শোভাযাত্রা অন্যতম।