এম এস ইসলাম, নিজস্ব প্রতিবেদক।। শোকাবহ আগস্ট মাসজুড়ে অনেক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
মাসব্যাপী কেন্দ্রীয় যুবলীগের গৃহীত শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালনের জন্য সকল সাংগঠনিক জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল।
যুবলীগের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পহেলা আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রতিদিন যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে কোরআন খতম বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত শহিদদের স্মরণে দোয়া ও ২৩ বঙ্গবন্ধু এভিনিউ-এ অসহায়-দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হবে।
এরই ধারাবিকতায় আজ, বৃহস্পতিবার দুপুরে (১৮ আগস্ট) ঢাকা ১৪ আসন অন্তর্গত ( ১০ ও ০৯ নং ওয়ার্ড) শহীদ বুদ্ধিজীবী কবরস্হান সংলগ্ন সিটি কলোনী মাঠে যুবলীগের উদ্যোগে ১৫ ই আগষ্ট বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সহ সকল শহীদদের রুহের মাগফেরাত ও মাননীয় প্রধানমন্ত্রী’র দীর্ঘায়ু ও সুস্বাস্হ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল , দুস্হদের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়। এতেে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিঁখিল ।
প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, “১৫ ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবার হত্যা করেছে খুনি জিয়া , তারই উত্তরসূরী তারেক জিয়া আরো একটি ১৫ ই আগষ্ট ঘটাতে চায়,” তিনি দেশ বাসীকে এই হত্যাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানান।