যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন দাবি করেছেন, তাইওয়ান দখলের কার্যক্রমের গতি বৃদ্ধি করতে চায় চীন৷ তাছাড়া তাইওয়ান-চীনের মধ্যে যে সমঝোতা চুক্তি (স্ট্যাটাস কু) রয়েছে, যার প্রক্ষিতে দুই দেশ যুদ্ধে জড়িত হওয়া থেকে বিরত থেকেছে সেটিও চীন আর মানে না বলে জানিয়েছেন ব্লিঙ্কেন।
বুধবার ওয়াশিংটনে ব্লুমবার্গের অফিসে এসব কথা বলেন ব্লিঙ্কেন৷
তিনি বলেন, কি পরিবর্তন এটি! বেইজিংয়ের সরকারের সিদ্ধান্ত যে স্ট্যাটাস কু আর গ্রহণযোগ্য না। তারা তাদের কার্যক্রমের গতি বৃদ্ধি করতে চায়৷ যার মাধ্যমে তারা তাইওয়ানকে একত্রিকরণ করবে৷
তিনি আরও বলেন, আমি মনে করি তারা এটি কিভাবে করবে তাও ঠিক করে ফেলেছে, যার মধ্যে রয়েছে তাইওয়ানের ওপর চাপ বৃদ্ধি করা। তাইওয়ানের বিভিন্ন জীবন মান কঠিন করে দেওয়া, তাদের আশা তাইওয়ানকে একত্রিকরণে এটি কাজে দেবে৷
সূত্র: সাউথ চায়না মর্নিং