এক বছর আগে ছাড়াছাড়ি হয়ে গেছে অভিনেত্রী তানিয়া আহমেদ ও সংগীতশিল্পী এসআই টুটুল দম্পতির। গায়কের নতুন বিয়ের সূত্রে সেই খবর জানা গেল।
সম্প্রতি টুটুল বিয়ে করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী টেলিভিশন উপস্থাপক শারমিন সিরাজ সোনিয়াকে। তিনি জানান, ৪ জুলাই যুক্তরাষ্ট্রে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি, তানিয়া আলাদা ছিলাম ৫ বছর । গত বছর আমাদের অফিসিয়াল ডিভোর্স হয়। এরপর থেকে নিউইয়র্কে কনসার্টসহ নানা কাজে আমার যাতায়াত। সেখানে আরটিভির রিয়্যালিটি শো বাংলার গায়েন থেকেই সোনিয়ার সঙ্গে আমার পরিচয়। আমরা দুজনই যেহেতু সিঙ্গেল এবং ম্যাচিউর- তাই আমরা বিয়ের সিদ্ধান্ত নেই।’
১৯৯৯ সালে তানিয়া আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এসআই টুটুল। তারা ভক্তদের কাছে ‘সুখী দম্পতি’ হিসেবেই পরিচিত ছিলেন।
সোনিয়ারও এটা দ্বিতীয় বিয়ে। তিনি বলেন, ‘আমি ১২ বছর ধরে সিঙ্গেল। টুটুলের সঙ্গে পরিচয় মূলত আরটিভির একটি রিয়্যালিটিতে কাজ করতে গিয়ে। আমি নিজেও জীবন সঙ্গী খুঁজছিলাম। তাই টুটুল যখন বললো, আমার সাথে বাকি জীবন থাকতে পারবে? তখন আমি তুমি থেকে আমরা হওয়া।’
এস আই টুটুল ২০২২ সালে যুক্তরাষ্ট্রের এক্সট্রা অরডিনারি কোটায় গ্রিন কার্ড পেয়েছেন। বর্তমানে সেখানেই আছেন তিনি ও সোনিয়া। শিগগিরই তারা বিবাহোত্তর সংবর্ধনা আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন।