ক্রিকেট বিশ্বে নিজেকে নতুন করে পরিচয় করিয়েছেন তাসকিন আহমেদ। তার পেস তোপে ঘায়েল হন বাঘা বাঘা সব ক্রিকেটাররা। তাতে নজর কেড়েছেন জনপ্রিয় সব ফ্র্যাঞ্চাইজির।
তাকে পেতে চেয়েছিল আইপিএলের দল লাখনৌ সুপার জায়ান্ট। কিন্তু জাতীয় দলের সিরিজ থাকায় সে প্রস্তাব ফিরিয়ে দেন। পরে পিএসএল এবং লঙ্কা প্রিমিয়ার লিগ থেকেও ডাক পেয়েছিলেন। কিন্তু এনওসি না পাওয়াতে যেতে পারেননি।
বারবার তাকে যেতে না দেওয়ার কারণে ক্ষতিপূরণও দিয়েছে বিসিবি। তবে জিম আফ্রো টি-টেন লিগে তাকে যেতে দেয় বোর্ড। তার দল ফাইনাল না খেললেও নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট এই পেসার। এমনকি আরও অনেক ফ্র্যাঞ্চাইজিও তাকে চায় বলে জানান।
জিম্বাবুয়ে থেকে আজ দেশে ফিরেন তাসকিন। বিমানবন্দরে আসতেই তাকে ঘিরে ধরেন গণমাধ্যমকর্মীরা।
এসময় তাসকিন বলেন, ‘ওখানে অনেকের সঙ্গে পরিচয় হয়েছে। তারা জানতে চেয়েছে লিগ খেলার জন্য আমি ফ্রি আছি কি না। আমি বলেছি ওটা পরে জানাব। যেহেতু আমি জাতীয় দলে খেলি, তাই আমার সবসময় লিগের জন্য আলাদা সময় বের করাটা কঠিনই।’
নিজের পারফরম্যান্স নিয়ে তাসকিন বলেন, ‘আমরা দল হিসেবে হয়তো ফাইনাল খেলতে পারিনি। কিন্তু আমি ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে খুব খুশি। কারণ দলের প্রত্যাশা পূরণ করতে পেরেছি।’