Saturday , 20 April 2024
শিরোনাম

তাহিরপুরের বিধ্বস্ত গ্রামে ১৫০০ মানুষের জন্য ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি ফারাজ করিম চৌধুরীর

লোকমান আনছারী রাউজান চট্টগ্রাম:

স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার একটি বিধ্বস্ত গ্রামে ৩৫০ টি পরিবার অর্থাৎ ১৫০০ জন মানুষের জন্য ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সংসদ এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপির পুত্র তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী৷ সিলেট-সুনামগঞ্জের প্রত্যন্ত জনপদে ঘুরে ঘুরে গত ৪ দিন ধরে বন্যাকবলিত এলাকার মানুষের পাশে ছিলেন তিনি৷ ৪ দিনে প্রায় ৪০ লক্ষ টাকার ত্রাণ নিয়ে ১০ হাজার পরিবারের জন্য ত্রাণ সরবরাহ করেন ফারাজ করিম চৌধুরী। এরই মধ্যে বন্যার ভয়াবহতা দেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার একটি বিধ্বস্ত গ্রামে ৩৫০ টি পরিবার বা ১৫০০ জন মানুষের জন্য ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এজন্য প্রথম ধাপে ৫০ লক্ষ টাকার বাজেটও ঘোষণা করা হয়েছে। বন্যাদুর্গত এলাকায় পানি কিছুটা কমে আসলেই কয়েকদিনের মধ্যেই ঘর নির্মাণের কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে ফারাজ করিম চৌধুরী বলেন, “বন্যাদুর্গত এলাকায় বিভিন্ন প্রত্যন্ত জনপদে গিয়ে আমরা এরইমধ্যে ১০ হাজার মানুষের জন্য ৪০ লক্ষ টাকার ত্রাণসামগ্রী বিতরণ করেছি। কিন্তু বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষগুলোর জন্য বন্যা পরবর্তী সময়ে ঘুরে দাঁড়ানো খুব কঠিন হয়ে পড়বে৷ তাই আমরা মানবিক চিন্তা থেকে এত বড় কার্যক্রম হাতে নিয়েছি৷

Check Also

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত জানিয়েছেন, দেশে প্রতিষ্ঠিত গণমাধ্যমের অনলাইন, অনলাইনের জন্য নিবন্ধিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x