Friday , 29 March 2024
শিরোনাম

তাহিরপুর থানায় অপেন হাউস ডে অনুষ্ঠিত।

মুরাদ মিয়া,সুনামগঞ্জ:

আজ ২১ সেপ্টম্বর রোজ মঙ্গলবার দুপুরে তাহিরপুর থানার উদ্যোগে,থানা প্রাঙ্গণে অপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন’এর সভাপতিত্বে,এস আই নাজমুল হকের সঞ্চালনায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নানা শ্রেনী পেশার লোকজনের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রায়হান কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ বুরহান উদ্দিন, দক্ষিণ বড়দল ইউনিয়নের চেয়ারম্যান
হাজী ইউনুছ আলী,সদর ইউপি সদস্য জয় রায়, আইরিন বেগম,রেবা বেগম।

ওপেন হাউজ ডে’র অনুষ্ঠানে যেসব বিষয় তুলে ধরা হয়েছে। জঙ্গিবাদ, মাদক,সন্ত্রাসবাদ নির্মূলে পুলিশ ও জনগণের ভূমিকা, ইভটিজিং,বাল্যবিবাহ, সচেতনতা ও মাদক বিরোধী আলোচনা করা হয়। সেই সাথে অপরাধ নিয়ন্ত্রণে যেকোন সংবাদ পুলিশকে জানিয়ে সহযোগিতার আহবান জানানো হয়। এছাড়াও সমাজের অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের কি রকম ভূমিকা নেয়া উচিত সে সম্পর্কে মতামত শোনা হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার সুমন মিয়া স্থানীয় জনগণদের উদ্দেশ্য করে বলেন।
মাদক,বাল্যবিবাহ, ইভটেজিংক সহ অপরাধ মূলক কাজে জড়িত হবেন না।অন্য কেউ জড়িত হলে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা গনমাধ্যম কর্মী ও স্থানীয় জনসাধারণ মানুষসহ প্রমুখ।

Check Also

যত জঙ্গি ধরেছি, তাদের কেউ মাদ্রাসার ছাত্র নন: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবিরোধী অভিযানে যত জঙ্গি ধরেছি, তার মধ্যে কেউই মাদ্রাসার ছাত্র নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x