ঢাকা , সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তিতাসে দাদির আছাড়ে ২২ মাসের শিশু নি’হত, অভিযুক্তকে ‘পাগল’ সাজিয়ে রফাদফা চেষ্টার অভিযোগ নেত্রকোনায় ট্রেনের নীচে কাটা পড়ে এক যুবক নিহত কুড়িগ্রামের উলিপুরে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার সেজদাতেই থেমে গেল আলোকিত জীবন – হাজিগঞ্জের বাকিলায় ইন্তেকাল করলেন শিক্ষাগুরু ও বিশিষ্ট আলেম মাও. আবু তাহের মিয়াজী ‘২০০৮ সালের নির্বাচনে হলফনামা ঠিকমতো যাচাই হলে হাসিনার প্রার্থিতা বাতিল হতো’ ভারতের সঙ্গে ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা রিয়াদে প্রাণ-আরএফএল কোম্পানির বাৎসরিক লক্ষ্যমাত্রা অর্জনে সেলস কনফারেন্স ২০২৬ ও সাংস্কৃতিক অনুষ্ঠান “দক্ষ যুবশক্তি, স্বনির্ভর অর্থনীতি” স্লোগানে সিলেটে মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্সের পঞ্চম দিন সোনারগাঁওয়ে এমপি প্রার্থীকে নির্বাচনী প্রচারণার দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বনপাড়ায় বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

তিতাসে দাদির আছাড়ে ২২ মাসের শিশু নি’হত, অভিযুক্তকে ‘পাগল’ সাজিয়ে রফাদফা চেষ্টার অভিযোগ

হালিম সৈকত, কুমিল্লা

কুমিল্লার তিতাস উপজেলায় দাদির নি’র্মম আঘা’তে দুই বছরের এক শি’শু নি’হত হয়েছে।
এ ঘটনায় অভি’যুক্ত দা’দিকে মানসিক ভার’সাম্য’হীন বা ‘পা’গল’ দাবি করে বাঁচা’নোর পাশা’পাশি রফা’দফার চেষ্টা চালাচ্ছে একটি প্রভা’বশালী চ’ক্র” এমনটাই অভি’যোগ উঠেছে।
তাছাড়া এ ঘটনায় এ পর্যন্ত কাউকে মাম’লা করতে দেয়নি বলেও অভিযোগ উঠেছে চক্র’টির বিরু’দ্ধে।
ঘট’নাটি ঘটে’ছে ৭জানুয়ারি বুধবার উপজেলা জগতপুর ইউনিয়নের দ্বিতীয় দশানি পাড়া ফজলু মিয়ার বাড়িতে।
নিহ’ত শি’শু হালি’মা আক্তার ওই গ্রামের ফজলু মিয়ার প্রবাসী ছেলে নজরুল ইসলামের ক’ন্যা।
নিহ’তের মা জানান, ঘটনার দিন দুপুরে হালিমা দাদির পিছু পিছু আগলা ঘরে প্রবেশ করলে হঠা’ৎ করেই দাদি শিশু’টিকে মা’থার ও’পর তু’লে আ’ছাড় মে’রে গুরু’তর আ’হত ক’রেন। তিনি বাধা দিতে গেলে অভিযুক্ত দাদি আরও আ’ঘাত ক’রতে উদ্যত হন। এ সময় মেয়েকে বাঁ’চাতে গেলে দা’দি হ’কি দিয়ে তাঁ’র মা’থায় আ’ঘাত করলে তিনি রক্তা’ক্ত ও আ’হত হ’ন। এরপর অভি’যুক্ত দাদি কাপ’ড়চো’পড় নিয়ে বাড়ি থেকে পা’লিয়ে যান।
গুরু’তর আ’হত অবস্থায় হালিমাকে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে স্থানা’ন্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক শি’শু:টিকে মৃ’ত ঘো’ষণা ক’রেন।
এদিকে ঘটনার পর একটি চ’ক্র অভি’যুক্ত দা’দিকে ‘মান’সিক ভার’সাম্য’হীন’ দাবি করে পুলিশকে ম্যা’নেজ করা’র মাধ্য’মে লা’শ দাফ’নের অপ’চেষ্টা চালায়। তবে তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন স্পষ্ট’ভাবে জানিয়ে দেন—আইনগত প্রক্রিয়া ব্যতীত কোনো’ভাবেই লা’শ দা’ফন করা যা’বে না। অন্যথায় সংশ্লিষ্টদের বিরু’দ্ধে মাম’লা করা হবে। এতে ওই চ’ক্রটি পিছু হটতে বা’ধ্য হয়। পরে পুলিশ লা’শ উদ্ধা’র করে ময়না’তদ’ন্তের জন্য কুমিল্লা মেডিকেল ক’লেজ হাসপাতাল ম’র্গে পা’ঠায়।
অভি’যুক্ত’কে ‘পাগল’ প্রমাণে সংশ্লিষ্টরা কোনো ধরনের বৈধ কাগ’জ’পত্র বা গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পা’রেনি।
এ ঘটনায় এলাকায় শো’ক ও ক্ষো’ভের ছা’য়া নে’মে এসেছে। দোষী’দের দৃষ্টা’ন্তমূ’লক শা’স্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:২০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
৫০৮ Time View

তিতাসে দাদির আছাড়ে ২২ মাসের শিশু নি’হত, অভিযুক্তকে ‘পাগল’ সাজিয়ে রফাদফা চেষ্টার অভিযোগ

আপডেটের সময় : ০২:২০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

কুমিল্লার তিতাস উপজেলায় দাদির নি’র্মম আঘা’তে দুই বছরের এক শি’শু নি’হত হয়েছে।
এ ঘটনায় অভি’যুক্ত দা’দিকে মানসিক ভার’সাম্য’হীন বা ‘পা’গল’ দাবি করে বাঁচা’নোর পাশা’পাশি রফা’দফার চেষ্টা চালাচ্ছে একটি প্রভা’বশালী চ’ক্র” এমনটাই অভি’যোগ উঠেছে।
তাছাড়া এ ঘটনায় এ পর্যন্ত কাউকে মাম’লা করতে দেয়নি বলেও অভিযোগ উঠেছে চক্র’টির বিরু’দ্ধে।
ঘট’নাটি ঘটে’ছে ৭জানুয়ারি বুধবার উপজেলা জগতপুর ইউনিয়নের দ্বিতীয় দশানি পাড়া ফজলু মিয়ার বাড়িতে।
নিহ’ত শি’শু হালি’মা আক্তার ওই গ্রামের ফজলু মিয়ার প্রবাসী ছেলে নজরুল ইসলামের ক’ন্যা।
নিহ’তের মা জানান, ঘটনার দিন দুপুরে হালিমা দাদির পিছু পিছু আগলা ঘরে প্রবেশ করলে হঠা’ৎ করেই দাদি শিশু’টিকে মা’থার ও’পর তু’লে আ’ছাড় মে’রে গুরু’তর আ’হত ক’রেন। তিনি বাধা দিতে গেলে অভিযুক্ত দাদি আরও আ’ঘাত ক’রতে উদ্যত হন। এ সময় মেয়েকে বাঁ’চাতে গেলে দা’দি হ’কি দিয়ে তাঁ’র মা’থায় আ’ঘাত করলে তিনি রক্তা’ক্ত ও আ’হত হ’ন। এরপর অভি’যুক্ত দাদি কাপ’ড়চো’পড় নিয়ে বাড়ি থেকে পা’লিয়ে যান।
গুরু’তর আ’হত অবস্থায় হালিমাকে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে স্থানা’ন্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক শি’শু:টিকে মৃ’ত ঘো’ষণা ক’রেন।
এদিকে ঘটনার পর একটি চ’ক্র অভি’যুক্ত দা’দিকে ‘মান’সিক ভার’সাম্য’হীন’ দাবি করে পুলিশকে ম্যা’নেজ করা’র মাধ্য’মে লা’শ দাফ’নের অপ’চেষ্টা চালায়। তবে তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন স্পষ্ট’ভাবে জানিয়ে দেন—আইনগত প্রক্রিয়া ব্যতীত কোনো’ভাবেই লা’শ দা’ফন করা যা’বে না। অন্যথায় সংশ্লিষ্টদের বিরু’দ্ধে মাম’লা করা হবে। এতে ওই চ’ক্রটি পিছু হটতে বা’ধ্য হয়। পরে পুলিশ লা’শ উদ্ধা’র করে ময়না’তদ’ন্তের জন্য কুমিল্লা মেডিকেল ক’লেজ হাসপাতাল ম’র্গে পা’ঠায়।
অভি’যুক্ত’কে ‘পাগল’ প্রমাণে সংশ্লিষ্টরা কোনো ধরনের বৈধ কাগ’জ’পত্র বা গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পা’রেনি।
এ ঘটনায় এলাকায় শো’ক ও ক্ষো’ভের ছা’য়া নে’মে এসেছে। দোষী’দের দৃষ্টা’ন্তমূ’লক শা’স্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।