তিতাসে মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত
হালিম সৈকত, কুমিল্লা।।
“একজন আদর্শ মা একশত শিক্ষকের চেয়েও উত্তম”
এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার তিতাসে মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুন) সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত মা সমাবেশে প্রায় ১৫০ জনের বেশি মা’রা উপস্থিত ছিলেন।
মা সমাবেশে মায়েদের উদ্দেশ্যে বক্তারা দূর্বল ছাত্র-ছাত্রীদের এসেসমেন্ট ছক তৈরি, কর্মপরিকল্পনা তৈরি,পঞ্চম শ্রেণির ছাত্র ছাত্রীদের বাছাই করে (৪০%) বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ, দূর্বল শিক্ষার্থীদের যত্ন, উপবৃত্তি বিষয়ে আলোচনা, মা সমাবেশে উপস্থিত হওয়া এসকল বিষয় নিয়ে আলোচনা করেন।
মা সমাবেশে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাজমুল হোসেন মুরাদ, সহকারি শিক্ষক ও স্কাউট লিডার মোঃ তাইজুদ্দিন আহমেদ খোকন, অনিতা রানী পোদ্দার, অভিভাবক সদস্য আঃ খালেক, অভিভাবক সদস্য মোঃ শফিকুল ইসলাম খান, অভিভাবক সদস্য গাজী কুসুম মজুমদার ও মোঃ হানিফ মিয়া প্রমূখ।
মা সমাবেশে এত সংখ্যক মায়েদের উপস্থিতি সকলকেই বিমোহিত করেছে। সাধারণত মা সমাবেশে এত বেশি উপস্থিতি সচরাচর দেখা যায় না।
এসময় উপস্থিত মায়েরা বলেন, সন্তানের ভবিষ্যৎ এর ভালো চিন্তা করেই আমরা উপস্থিত হয়েছি কাজ ফেলে৷ আমরস বলেছি যখনই ডাকবেন তখনই আসব ইনশাআল্লাহ।