রাজধানীর সরকারি তিতুমীর কলেজের প্রধান ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টানিয়েছেন শিক্ষার্থীরা। তারা দ্রুত সময়ের মধ্যে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বিক্ষোভরত শিক্ষার্থীরা সাড়ে বারোটার দিকে এই ব্যানার টানিয়ে দেন।
জানা যায়, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। কিন্তু অনেকদিন পেরিয়ে গেলেও কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি বলে পুনরায় বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, শিক্ষা মন্ত্রণালয় একেক সময় একেক কথা বলছে। এর প্রতিবাদে আমরা সকাল থেকে বিক্ষোভ করি। এরপর কলেজের মূল ফটক ঢেকে দিয়ে তিতুমীর বিশ্ববিদ্যালয় লেখা ব্যানার টানিয়ে দেই। আমরা দ্রুত তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবি জানাচ্ছি। এভাবেই জিন্নাহ কলেজের সাইনবোর্ড খুলে লাগানো হয়েছিল তিতুমীর কলেজের নাম। এবার তিতুমীর কলেজ থেকে তিতুমীর বিশ্ববিদ্যালয় করা হলো।
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে গত ১৯ নভেম্বর মহাখালীর আমতলী, কাঁচাবাজার ও রেলক্রসিংয়ে শত শত শিক্ষার্থী জড়ো হন। মহাখালীতে ঢাকা-ময়মনসিংহ সড়ক ও রেলপথ বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সেদিন সন্ধ্যায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না- তা যাচাইয়ে কমিটি গঠন করার আশ্বাস দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। এর ১৪ দিনের মাথায় এসে ওই কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি এখনো চূড়ান্ত কোনো বার্তা দেয়নি। এর মধ্যে গত ডিসেম্বর মাসের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের জন্য বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রণয়নে চার সদস্যের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। অধিভুক্ত ওই কলেজগুলোর একটি সরকারি তিতুমীর কলেজ। বিষয়টিকে ভালোভাবে নেননি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।