গত তিনদিনে ১১টি যানবাহনে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত এসব অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিস জানায়, ঢাকা সিটিতে ৪টি, গাজীপুরে ৫টি, সিলেটে ১টি ও দিনাজপুর ১টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩টি কাভার্ড ভ্যান, ৫টি বাস ও ৩টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসব আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৯টি ইউনিট ও ৯৬ জন ফায়ার ফাইটারকে কাজ করতে হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানিয়ে বলা হয়, গত ২৮ অক্টোবর থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা মোট ২৪৪টি অগ্নিসংযোগ করেছে। এরমধ্যে ২৩৮টি যানবাহন ও ১৫টি স্থাপনায় অগ্নিসংযোগ এবং ১টি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনা রয়েছে।
অগ্নিসংযোগ করা যানবাহনের মধ্যে বাস ১৪৯টি, ট্রাক ৩৯টি, কাভার্ড ভ্যান ২০টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২২টি রয়েছে।