হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ইউরোপীয় ইউনিয়নের আইন প্রণয়নকারী সংস্থা ইউরোপিয়ান কমিশনের তীব্র সমালোচনা করেছেন।
তেল নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে তিনি সংস্থাটিকে ‘দায়িত্বজ্ঞানহীন’ হিসেবেও অভিহিত করেন।
ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সামিটে যোগ দিতে সোমবার ব্রাসেলসে আসেন হাঙ্গেরিয়ান প্রধানমন্ত্রী।
তিনি সেখানে জানান, তেল নিষেধাজ্ঞার বিষয়টি ধোঁয়াশার মধ্য থেকে এসেছে এবং হাঙ্গেরির প্রশ্নগুলোর কোনো উত্তর দেওয়া হয়নি।
তিনি বলেন, জ্বালানি সিরিয়াস বিষয়। আগে আমাদের দরকার সমাধান এরপর নিষেধাজ্ঞা।
হাঙ্গেরিকে তেল নিষেধাজ্ঞা দিতে রাজি করাতে একটি বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে ইউরোপিয়ান কমিশনের পক্ষ থেকে। সেটি হলো তেলের পাইপ লাইনে কোনো নিষেধাজ্ঞা থাকবে না।
এ ক্ষেত্রে সুর নরম করেছেন ভিক্টর অরবান।
তিনি বলেছেন, এটি খারাপ না। এটি একটি ভালো পথ কিন্তু আমাদের গ্যারান্টি দিতে হবে যদি কোনো কথায় পাইপ লাইনে সমস্যা দেখা দেয় তাহলে অন্যান্য উপায়ে আমরা রাশিয়ার তেল আনতে পারব।
সূত্র: বিবিসি