আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ থেকেঃ
২৭ সেপ্টেম্বর ২০২২ ইং খ্রিস্টাব্দ তারিখে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ খাদ্যদ্রব্য ও প্রসাধনী সামগ্রীর উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ত্বকের ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী বেশ কিছু নিষিদ্ধ কসমেটিকস সামগ্রী জব্দ করা হয় এবং তিনটি প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও নাম ঠিকানা বিহীন,বিএসটিআইয়ের অনুমোদনবিহীন বেশ কিছু খাদ্য পণ্য জব্দ করে বিনষ্ট করা হয় এবং বিক্রয়ের সাথে জড়িত প্রতিষ্ঠানসমূহকে নগদ ২৬,০০০/- (ছাব্বিশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়। সেই সাথে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব পণ্য ভবিষ্যতে বাজারজাত না করার নিমিত্ত মুচলেকা গ্রহণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় ত্রিশাল থানা পুলিশ এবং বিএসটিআই,ময়মনসিংহ অঞ্চল উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।