আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ।। ময়মনসিংহের ত্রিশালে বিএনপি’র নৈরাজ্যের বিরুদ্ধে যুবলীগের এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৫ মার্চ বিকেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগ,ত্রিশাল উপজেলা শাখার উদ্যোগে,সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা রুখে দিতে বিএনপি জামাত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র,নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে এ প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার,সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান মন্ডল,পৌর যুবলীগের সভাপতি ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন আলম,সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান নিউটন প্রমুখ। ত্রিশাল উপজেলা যুবলীগের কার্যালয় থেকে মিছিল টি শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ত্রিশাল সরকারি নজরুল ডিগ্রি কলেজের সম্মুখে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সমাপ্ত হয়।