ফারুক আহমেদ চান,সৌদিআরব!!
এনটিভির আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে রিয়াদে এনটিভি দর্শক ফোরাম ও এনটিভি সাংস্কৃতিক ফোরামের যৌথ আয়োজনে সৌদি আরবের রিয়াদে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত শুক্রবার মধ্য রাতে রিয়াদের ১৮নং এক্সিট এর আলওয়ালীদ হল মিলনায়তনে এ আনন্দঘন আয়োজন অনুষ্ঠিত হয়।
‘ এ দিন রিয়াদে এনটিভির নিয়মিত আয়োজন প্রবাস বিনোদন পর্ব-২৫ অনুষ্ঠিত হয় । বরাবরের মতো এ আয়োজনে মিডিয়া পার্টনার ছিল রিয়াদের বাথা সানসিটি মেডিকেল সেন্টার, নোভা ইন্টারপ্রাইজ,,রিয়াদ ফুড হাউজ,আলোচিত বার্তা,।
প্রথম পর্বে প্রবাসের দলমত নির্বিশেষে বিশিষ্ট নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা পর্বে প্রবাসী বিশিষ্টজনেরা এনটিভিকে শুভেচ্ছা জানান। তারা বলেন, দেশ ও জাতির পক্ষে কথা বলে এনটিভি আজ গণমানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছে। আগত সকল অতিথি কে ফুলেল শুভেচছা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভি দর্শক ফোরাম ভারপ্তাপ্ত সভাপতি শেখ মো:বাদল। সঞ্চালনা করেন এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান। আলোচনায় প্রধান অতিথি ছিলেন রিয়াদ বাথা সানসিটি মেডিকেল সেন্টার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন ফারুক হোসেন পাটওয়ারী, ব্যবসায়ী শাহীন আলম, ব্যাবসায়ী আশরাফউদ্দিন শাহীন,সাংসকৃতিক পর্বে পরিচালনা করেন সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি নাট্যকার জাহাঙ্গীর আলম হৃদয় ।
সাংস্কৃতিক পর্বে রিয়াদের বিশিষ্ট শিল্পীরা গান করে পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখেন।
পুরো অনুষ্ঠান জুড়ে ছিল নাচ, গান, কবিতাসহ সাংস্কৃতিক নানান আয়োজন। আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে দর্শকরা আশা করেন।
সমাপনী বক্তব্যে এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের (বাপ্রসাফ) সভাপতি ফারুক আহমেদ চান বলেন, প্রবাসীদের আনন্দ বিনোদন দিতে রিয়াদে নিয়মিত এনটিভির প্রবাস বিনোদন অব্যহত থাকবে। এতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানে বাপ্রসাফ সাধারন সমপাদক ফকির আল আমিন সহ প্রবাসী বিভিন্ন গনমাধ্যম প্রতিনিধিরাও উপস্থিত থেকে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।