দীঘিনালার দুর্গম এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম জারুলছড়ি গ্রামে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকেই উপজেলার কবাখালী ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ডের পাবলাখালী কৃপাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে নারী, শিশু ও প্রবীণসহ স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর অনেকে চিকিৎসা নেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ পান।দীঘিনালা সেনা জোন ০৪ ইবি ‘বেবী টাইগার্স’- এর ব্যবস্থাপনায় ক্যাম্পটি পরিচালনা করেন সেনানিবাসের আরএমও ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি। জোন অধিনায়ক লে. কর্নেল ওমর ফারুক পিএসসি’র নির্দেশনায় কার্যক্রম সম্পন্ন হয়।
চিকিৎসা প্রদানকালে ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি বলেন, ‘পাহাড়ি এই অঞ্চলের মানুষ অনেক সময় ন্যূনতম স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত হন। তাঁদের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে সেনাবাহিনী সব সময় কাজ করছে। এ ধরনের মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ পাচ্ছেন। ভবিষ্যতেও সেনাবাহিনী এ উদ্যোগ অব্যাহত রাখবে।’স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী সেনাবাহিনীর এই জনকল্যাণমূলক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।