ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে ছিলেন। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও তাঁকে কখনও প্রকাশ্যে দেখা যায়নি। এবার তিনি প্রকাশ্যে এলেন এক পারিবারিক বিতর্কের সূত্র ধরে।
সোমবার (৩ জানুয়ারি) খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় পপির বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর ছোট বোন ফিরোজা পারভীন। অভিযোগে বলা হয়, পপি পারিবারিক জমি এককভাবে নিজের দখলে নিতে চান। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর দ্বন্দ্ব চরমে উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি ভাই-বোনদের হুমকি দিচ্ছেন, এমনকি তাঁদের মেরে ফেলার ভয়ও দেখিয়েছেন।
ফিরোজা পারভীন খুলনা নগরের সোনাডাঙ্গা থানায় পপির বিরুদ্ধে জিডি করেন বলে জানিয়েছেন থানার ওসি শফিকুল ইসলাম।
তিনি বলেন, “জমি দখলের চেষ্টার অভিযোগে জিডি করা হয়েছে অভিনেত্রী পপির বিরুদ্ধে। বিষয়টি তদন্ত করছেন এসআই গোলাম মোস্তফা।”
এসআই গোলাম মোস্তফা বলেন, “বিষয়টি পপিদের পারিবারিক। সে কারণে দুই পক্ষকে ডেকে কথা বলে বিষয়টি তদন্ত করা হবে। এরপরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
পপির মেজো বোন ফিরোজা পারভীন বলেন, “আমরা চার বোন, দুই ভাই। পপি সবার বড়। সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরেই। বাবার মৃত্যুর পর থেকেই আমরা হয়রানির শিকার হচ্ছি পপির মাধ্যমে। পপি ছাড়া আমরা সবাই এক আছি।”
ফিরোজা অভিযোগ করেন, “আগেও আমাদের পেশিশক্তির ভয় দেখানো হয়েছে। পপি সবার জমি একাই দখল করতে চায়। আমাদের পৈতৃক জমি দখলে নেওয়ার জন্য স্বামীসহ পপি খুলনায় অবস্থান করছে।”
ফিরোজা আরও বলেন, “সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ পপি শিববাড়ি এলাকার নিজস্ব জমিতে ভাড়া দেওয়া বাড়ির সামনে যান। এসময় বাধা দিলে পপি ও তার স্বামী মিলে আমাকে হত্যার হুমকি দেন।”
চিত্রনায়িকা পপির বিরুদ্ধে একই অভিযোগ করেছেন তার মা মরিয়ম বেগম।
তিনি বলেন, “তার বাবার জমি দখলের চেষ্টা করছে পপি। বিয়ের পর পাঁচ-ছয় বছর ধরে স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। হয়রানির মধ্যে রেখেছে।”
এই বিষয়ে জানতে চিত্রনায়িকা পপির ফোন নম্বরে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
পপি বিয়ে করেছেন পুরোনো ঢাকার ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে। তাঁদের সংসারে চার বছরের এক ছেলে সন্তান রয়েছে, নাম আয়াত। বর্তমানে পপি খুলনায় স্বামীর সঙ্গে বসবাস করছেন, যদিও তিনি মাঝে মাঝে ঢাকায়ও আসেন। রাজধানীর ধানমন্ডি ১৩ নম্বর রোডে তাঁর একটি বাসাও রয়েছে।
এদিকে, সামনে এসেছে কিছু ছবি। যার একটিতে পপিকে স্বামী ও ছেলের সঙ্গে কেক কাটতে দেখা যায়। এটি তাঁদের সন্তান আয়াতের জন্মদিনের ছবি।
অন্যদিকে, পারিবারিক বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে খুলনার শিববাড়ি এলাকায় পপির বাবার ১১ কাঠা জমি। অভিযোগ অনুযায়ী, এর মধ্যে ৫ কাঠা জমি আগে থেকেই নিজের নামে লিখিয়ে নিয়েছেন পপি। এখন বাকি ৬ কাঠার মালিকানা পেতে তিনি মা, ভাই ও বোনদের চাপ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আরও জানা যায়, পপির মা যে বাড়িতে থাকেন, সেটির বিদ্যুতের লাইনও নিজের নামে করিয়ে নিয়েছেন এই চিত্রনায়িকা।
১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে অভিষিক্ত হওয়া সাদিকা পারভিন পপি ২০০৩ সালে ‘কারাগার’, ২০০৮ সালে ‘মেঘের কোলে রোদ’, ২০০৯ সালে ‘গঙ্গাযাত্রা’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
এক সময়ের দর্শকপ্রিয় এই অভিনেত্রী দীর্ঘদিন ধরেই অভিনয়ে নেই। এমনকি বেশ কয়েক বছর ধরেই লোকচক্ষুর আড়ালে আছেন তিনি। চলচ্চিত্রশিল্পের পরিচিতজনদের সঙ্গেও তার কোনো যোগাযোগ নেই।