জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে বিনামূল্যে গরম রুটি বিতরণ করা শুরু হয়েছে। রুশ-ইউক্রেন যুদ্ধের ফলে সমগ্র পৃথিবীতেই দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় দরিদ্র অভিবাসীদের জন্য এমন উদ্যোগ গ্রহণ করেছে দুবাইয়ের সরকার।
জানা যায়, গেলো এক সপ্তাহে সুপার মার্কেটগুলোতে মোট ১০টি টাচস্ক্রিন কম্পিউটার যুক্ত মেশিন বসানো হয়েছে। যার মাধ্যমে সাধারণ মানুষ চাইলেই রুটি, চাপাতি স্ক্রিনে সিলেক্ট করে পেতে পারবেন। এতে খুশি হয়ে প্রবাসীরা দুবাই সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।