Friday , 29 March 2024
শিরোনাম

দুবাইয়ে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশর তাকরীম

দুবাইয়ে অনুষ্ঠিত ২৬ তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরীম। ১৫ বছর বয়সী তাকরীম ভিনদেশে একজন হাফেজ হিসেবে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন।

এর আগেও এই প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছিলেন। হাফেজ তাকরীমের বাড়ি টাংগাইল জেলায়।

দুবাই সরকার আয়োজিত বিশ্বের সকল দেশের হাফেজগণ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছে বিগত ২৬ বছর ধরে। ২০২৩ সালের ২৬ তম আসরে আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হাফেজ তাকরীমকে প্রথম হিসেবে ঘোষণা করা হয় দুবাইয়ের আল মামজার এলাকায় অবস্থিত কালচারাল এন্ড সায়েনটিফিক এসোসিয়েসন মিলনায়তনে।

দুবাইয়ের দুই রমজান থেকে শুরু হওয়া এই আসর ১৩ রমজান পর্যন্ত চলে। এতে অংশ নিয়েছিলো ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, এশিয়ার নানাদেশের কোরআনে হাফেজরা।

এদিকে হাফেজ তাকরীমের প্রথম স্থান অধিকার অর্জন করায় বাংলাদেশ দূতাবাস তাকে শুভেচ্ছা জানিয়েছে। একইসাথে বাংলাদেশ কমিউনিটির মাঝে ব্যাপক আনন্দ-উল্লাস বিরাজ করছে।

Check Also

রিয়াদে ব্যাচ ৯৫/৯৭এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আরিফুল ইসলাম সৌদি আরব প্রতিনিধি “ব্যাচ ৯৫-৯৭ এর রিয়াদের উদ্যোগে হারা হোটেল গার্লফ টলেডো রেস্টুরেন্টে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x