Thursday , 18 April 2024
শিরোনাম

দুবাইয়ে ২০ মিলিয়ন ডলারের ডায়মন্ড চুরি, তিন অভিবাসীর জেল

২০ মিলিয়ন ডলারের ডায়মন্ড চুরির দায়ে তিন অভিবাসীকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে দুবাইয়ের একটি আদালত। একটি মানি ট্রান্সপোর্ট কোম্পানি থেকে ডায়মন্ড চুরির দায়ে এসব অভিবাসীকে কারাদণ্ড দিয়েছে দুবাই ফৌজদারি আদালত।

তবে দণ্ডপ্রাপ্ত এই তিন অভিবাসী কোন দেশের তা জানানো হয়নি।

দুবাই আপিল আদালত ও দুবাই ফৌজদারি আদালতের এ রায় বহাল রেখেছে। এর সাথে দোষীদের চুরি হওয়া মূল্য পরিশোধেরও আদেশ দিয়েছে আদালত।

মামলার তদন্ত রিপোর্টে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্তদের একজন যিনি মানি ট্রান্সপোর্ট কোম্পানির একজন কর্মচারী। তিনি তার অপর দুই সহকর্মীর সহায়তায় কোম্পানির সেফ থেকে একটি হীরার টুকরো চুরি করার পরিকল্পনা করেছিল। তিন ব্যাক্তি নকল চাবি ব্যবহার করে দোকানে প্রবেশ করে এবং ডায়মন্ড চুরি করে। এরপর তা নিজের জুতায় লুকিয়ে উক্ত স্থান ত্যাগ করে। দণ্ডপ্রাপ্ত অভিবাসীরা সিসি ক্যামেরা ভালভাবে লক্ষ্য নিরাপদ জায়গা খুজে চুরির পরিকল্পনা করেছিল। যাতে তাদের শনাক্ত করা না যায়।

পরে দুবাই পুলিশ, দুবাই আন্তর্জাতিক এয়ারপোর্টে তাদের দুজনকে আটক করতে সক্ষম হয়। এরপর ডায়মন্ড উদ্ধার করা হয়।

আদালত ওই দুজন এবং তাদের অনুপস্থিত সঙ্গী সহ ৫ বছরের জেল ঘোষণা করে। সাজা শেষ হওয়ার পর তাদের দেশ থেকে বহিষ্কার করা হবে।

 

Check Also

রিয়াদে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত রিয়াদ, ১৭ এপ্রিল, ২০২৪

আরিফুল ইসলাম সৌদি আরব প্রতিনিধি সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x