রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের শাহজাদপুরে অসহায় শীতার্তদের জন্য দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কম্বল অসহায় শীতার্তদের মাঝে পৌঁছে দিলেন সিরাজগঞ্জ-৬ আসনের এমপি অধ্যাপক মেরিনা জাহান কবিতা। আজ সোমবার দুপুরে উপজেলার প্রত্যন্ত অঞ্চল গালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৫০ জন অসহায় শীতার্ত মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা।
প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কম্বল বিতরণের সময় স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতার সাথে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মণিরুল গণি চৌধুরী শুভ্র, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফারুক হাসান কাহার, স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুনর রশিদ মামুন, সাবেক ছাত্রনেতা আশিক প্রমুখ।
এ কম্বল বিতরণকালে প্রফেসর মেরিনা জাহান কবিতা সবাইকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করতে বলেন। সেইসাথে সকলের সাথে কুশল বিনিময় করেন।