কুমিল্লা দেবিদ্বার উপজেলা প্রতিনিধি মোঃ কবির হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত:
কুমিল্লা দেবিদ্বার উপজেলার স্কুল-কলেজ, রাস্তা-ঘাট, ব্রীজ- কালভার্ট সহ অসমাপ্ত সকল অবকাঠামো উন্নয়নের কাজ দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদ।
৩ ফেব্রুয়ারী শনিবার বিকেলে উপজেলার রাজামেহার ইউনিয়নের রাজামেহার উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত এক গণ সংবর্ধনায় তিনি এ আশ্বাস প্রদান করেন।
এসময় দেবিদ্বার থেকে সকল অত্যাচার-অবিচার, মাদক, সন্ত্রাস, ইভটিজিং, মিথ্যা মামলা সহ সকল অন্যায়-অপকর্ম বন্ধ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আপোষহীন এই তরুণ সাংসদ।
রাজামেহার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা নজির আহম্মেদ ও ছাত্র লীগ নেতা ফয়সাল মীরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ইউনিয়ন এবং জেলা-উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে রাজামেহার ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও স্কুল-কলেজ মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচিত এমপিকে ফুলেল শুভেচছা জানান।