দেবিদ্বার উপজেলা জামায়াতের উদ্যোগে গোমতী পাড়ের অসচ্ছল হিন্দুদের মাঝে নৌকা ও নগদ অর্থ বিতরন করা হয়। বৃহস্পতিবার (২৪/১০/২০২৪) সকাল ৮টায় দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের গোমতী বেড়ীবাঁধের ভেতরে বসবাসরত ও নদীতীর সংলগ্ন অসহায় মাঝিদের মধ্যে এসকল উপকরণ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি শরীফুল ইসলাম সরকার, জাফরগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন মুন্সী, সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম, জামায়াত নেতা কামরুজ্জামান জুয়েল, হাফেজ ওসমান গনি,আল আমিন, কামাল সরকার,মীর মোসলেম সহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রদান অতিথি তার বক্তব্যে বলেন, জামায়াত আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এসময় তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানে সকলকে এগিয়ে আসার আহবান জানান।