অনেক আলোচনা পর অবশেষে উসমান দেম্বেলের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সারল পিএসজি।
২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের অন্যতম এই সদস্যকে ৫ বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা। এ জন্য তাদের খরচ হয়েছে ৫ কোটি ইউরো।
নেইমারের বিকল্প হিসেবে ২০১৭ সালে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন দেম্বেলে। বরুশিয়া ডর্টমুন্ড থেকে ১০ কোটি ৫০ লাখ ইউরোতে তাকে দলে ভেড়ায় কাতালান দলটি। তবে সেখানে বেশ সংগ্রাম করতে হয়েছে তাকে।
সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার গয়ে ১৮৫ ম্যাচে ৪০ গোল করেছেন দেম্বেলে।
গত মৌসুমেই ফ্রি এজেন্ট হিসেবে বার্সেলোনা ছাড়তে পেয়েছিলেন দেম্বেলে। কিন্তু শেষ পর্যন্ত ২০২৪ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করেছিলেন। সেই চুক্তির এক বছর বাকি থাকতেই নতুন পথে পা বাড়ালেন এই উইঙ্গার।
পিএসজিতে যোগ দিয়ে দারুণ খুশি দেম্বেলে, ‘আমি পিএসজিতে যোগ দিয়ে খুব খুশি এবং মাঠে নামতে মুখিয়ে আছি। আশাকরি এখানে আমি নিজেকে মেলে ধরতে পারব এবং ক্লাবের সমস্ত সমর্থকদের গর্বিত করতে পারব’।
ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ৩৭ ম্যাচে চার গোল করেছেন দেম্বেলে।