আজ শুক্রবার বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি দেশ ও প্রবাসের সকল ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র শবে বরাত উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মুসলমানের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছে।
বরাত অর্থ নাজাত বা মুক্তি, তাই শবে বরাতের রাতের গুরুত্ব অপরিসীম। এ রাতের ফজিলত ও মর্যাদা অনেক বেশী। এ মহান রাতে আল্লাহ পাক তার সৃষ্টির সেরা জীব মানুষের ভাগ্য নির্ধারণ করেন। আর এ কারণেই এই পবিত্র রাতে ধর্মপ্রাণ বান্দারা সারারাত আল্লাহর সান্নিধ্য লাভের প্রত্যাশায় নিজেদের ভুল-ভ্রান্তি, ত্রুটি-বিচ্যুতির জন্য মহান আল্লাহ’র কাছে ক্ষমা প্রার্থনা করে। নি:সন্দেহে এই রাত ফজিলতপূর্ণ। আল্লাহ পাক এই রাতে তার বান্দাদের প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন।
দেশ ও জাতির মঙ্গল কামনায় তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।